অনুদিত জাহাজ


 অনুদিত জাহাজ

 সমরেন্দ্র বিশ্বাস

 


তোমাকে অনুবাদ করবার জন্যে

মাপছিলাম সেন্টিমিটার,

তুমি জিজ্ঞেস করলে, নীল জলের মানে?

উত্তরটা জানতাম না

#

সমুদ্রযাত্রার কয়েক দিন পরে

নির্জন লাল খামে তুমি উপহার দিলে

অনুবাদ করা জাহাজ!

#

জাহাজের ওড়নার মতো তখন থেকেই আমি

উড়ছি, তোমার সাথে উড়ছি!

 

 [R-2 ]

Published in Sanskritik Khabar, Kolkata   – Dec.2021 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা