বলো, কিছু বলো
বলো, কিছু বলো
#
সমরেন্দ্র বিশ্বাস
সমস্ত দরোজা খোলা।
#
এই বেলা উঁচু নীচু পথটা পেরিয়ে
তুমি যদি বসন্তের খোঁজে হেঁটে যাও
সাথে সাথে যাবো।
উন্মুক্ত রোদ্দুরে যদি দু’হাত বাড়াও,
আমিও বাড়াবো।
#
প্রচন্ড ঝড়ের তোড়ে ভেসে চলে গেছে
তোমার সৌখীন ওড়না, আমার কবিতা।
পেন্ডুলাম হয়ে থাকা স্বদেশ সময়ে
আজ কেন দ্রোহহীন ভেঙে যায়
স্বপ্নসাধ – পদ্মঘট নিরঙ্কুশ প্রেম?
#
ভালোবাসা শব্দ করে ফুলকে ফোটায়-
তুমি যদি সে ফুলের শব্দ শুনে থাকো
আমার দুহাতে কেন দুহাত রাখো না?
#
মানে অপমানে এই তো দাঁড়িয়ে আমি,
বলো, কিছু বলো - বলো, কিছু বলো
# # #
[গ্রন্থ - হাওয়া শিকার]
Comments
Post a Comment