আমার হলুদ যন্ত্রণাগুলো

 

আমার হলুদ যন্ত্রণাগুলো       

সমরেন্দ্র বিশ্বাস

 

 

আমার হলুদ যন্ত্রণাগুলোর ভাগ তুমি চাইলে

উচ্ছ্বাসে মেলে দিলাম চোখ তোমার আকাশে

#

বিনিময়ে ফেরৎ দিয়ে গেলে একদিন

একরাশ গাঢ় নীল যন্ত্রণা

#

আজ একা একা নিঃশব্দ অরণ্যে ভাবি

কেন তোমায় এই বুকের পাঁজরগুলো

গুনতে দিয়েছিলাম?

 

 

Published প্লাবন – March - 2022

 

=================== © biswas.samarendra@hotmail.com

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা