Posts

Showing posts from April, 2022

ভ্যান ভর্তি মাল

  ভ্যান ভর্তি মাল সমরেন্দ্র বিশ্বাস # ম্লান ছিল পৃথিবীর মস্তিষ্কের আলো দুঃখে দুঃখে গর্জেছিল মেঘেদের ভেলা, ডুমুরিয়া কলাবনে নষ্ট বিকেলেই বসেছিল লগ্নহীন বাসরের কালান্তক খেলা ! মেয়েটির পথে পথে কেটেছিল কাল, মৃত্তিকা শরীরে তার কারা যেন চষেছিল আর্তনাদী হাল! লম্পটেরা চিরতরে চুরি করেছিল কলাবনে ম্লান আলো, ছিঁড়েছিল মোচার বিকাল । # খবর কাগজে ওঠে নড়ে চড়ে   বেশরম ভিত, কলাবনে দামিনীর মৃতদেহ পড়ে ছিল চিৎ । সাক্ষী নেই কেউ? সাক্ষী আছে, দেশ জানে প্রতিদিন বস্ত্রহীন রক্তে ছেঁড়া খাল! ডুমুরিয়া হাই–ওয়ে ধরে সার্চলাইট ফেলে সামাজিক চলে যায় ভ্যান ভর্তি মাল ।     [ কাব্যগ্রন্থ -   অনন্ত জলশব্দে আমি (2016) ]    

আত্মহত্যাকারী শিমুল

  আত্মহত্যাকারী শিমুল সমরেন্দ্র বিশ্বাস # এতো আত্মহত্যাকারী শিমুল কখনও দেখি নি ! সমস্ত কংক্রীটের রাস্তা চিপকে লালে লাল জেলখানা ভেঙ্গে বেরিয়ে এলো বসন্তকাল , তেড়ে আসছে শান্তিরক্ষীদের হাত ! প্রতিদিন কংক্রীটের জাতীয় সড়কে ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ছে শিমুলেরা , পরিচয়পত্রহীন এই সব দৃশ্যগুলো ততটা জনগননায় আসে না । # জন্মের সংযোগ থেকে খসে পড়তেই কি এই শিমুল জন্ম ? প্রান্তরে প্রান্তরে রাস্তায় রাস্তায় দীর্ঘশ্বাস ! অনেকগুলো ট্রাক পিষে দিয়ে গেছে জাতীয় সড়ক , হাওয়ায় হাওয়ায় জামায় জামায় আজ ছোপ ছোপ খুন । # শিমূলেরা কেন ফোটে , কেন মরে , কেন এই জন্মত্রাস ? অথচ শিমূলেরা আত্মহত্যাকারী নয় , আত্মরক্ষার জন্যেই ওই দ্যাখো , প্রচুর ফুল - জন্ম পরিযায়ীদের মতো পথে নেমেছে !   Published / খেয়া৯   / শরৎ- হেমন্ত - 2021