আত্মহত্যাকারী শিমুল

 

আত্মহত্যাকারী শিমুল

সমরেন্দ্র বিশ্বাস

#

এতো আত্মহত্যাকারী শিমুল কখনও দেখি নি!

সমস্ত কংক্রীটের রাস্তা চিপকে লালে লাল

জেলখানা ভেঙ্গে বেরিয়ে এলো বসন্তকাল,

তেড়ে আসছে শান্তিরক্ষীদের হাত!

প্রতিদিন কংক্রীটের জাতীয় সড়কে

ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ছে শিমুলেরা, পরিচয়পত্রহীন

এই সব দৃশ্যগুলো ততটা জনগননায় আসে না

#

জন্মের সংযোগ থেকে খসে পড়তেই কি এই শিমুল জন্ম?

প্রান্তরে প্রান্তরে রাস্তায় রাস্তায় দীর্ঘশ্বাস!

অনেকগুলো ট্রাক পিষে দিয়ে গেছে জাতীয় সড়ক,

হাওয়ায় হাওয়ায় জামায় জামায় আজ ছোপ ছোপ খুন

#

শিমূলেরা কেন ফোটে, কেন মরে, কেন এই জন্মত্রাস?

অথচ শিমূলেরা আত্মহত্যাকারী নয়, আত্মরক্ষার জন্যেই ওই দ্যাখো,

প্রচুর ফুল-জন্ম পরিযায়ীদের মতো পথে নেমেছে!

 

Published / খেয়া৯  / শরৎ- হেমন্ত - 2021

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা