ভ্যান ভর্তি মাল

 

ভ্যান ভর্তি মাল

সমরেন্দ্র বিশ্বাস

#

ম্লান ছিল পৃথিবীর মস্তিষ্কের আলো

দুঃখে দুঃখে গর্জেছিল মেঘেদের ভেলা,

ডুমুরিয়া কলাবনে নষ্ট বিকেলেই বসেছিল

লগ্নহীন বাসরের কালান্তক খেলা !

মেয়েটির পথে পথে কেটেছিল কাল,

মৃত্তিকা শরীরে তার কারা যেন চষেছিল আর্তনাদী হাল!

লম্পটেরা চিরতরে চুরি করেছিল

কলাবনে ম্লান আলো, ছিঁড়েছিল মোচার বিকাল ।

#

খবর কাগজে ওঠে নড়ে চড়ে  বেশরম ভিত,

কলাবনে দামিনীর মৃতদেহ পড়ে ছিল চিৎ

সাক্ষী নেই কেউ?

সাক্ষী আছে, দেশ জানে প্রতিদিন বস্ত্রহীন রক্তে ছেঁড়া খাল!

ডুমুরিয়া হাই–ওয়ে ধরে

সার্চলাইট ফেলে সামাজিক চলে যায়

ভ্যান ভর্তি মাল ।

 

 

[ কাব্যগ্রন্থ -  অনন্ত জলশব্দে আমি (2016) ]

 

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা