রাতের রাস্তা

রাতের রাস্তা 

সমরেন্দ্র বিশ্বাস

#

অন্ধকার গায়ে মেখে মায়ের এলোচুলের মতো

নির্জন রাস্তাটা আজও কার অপেক্ষায়?

রাত্রি জানে না!

রোগা লম্বাটে হাত বাড়ানো প্রাগৈতিহাসিক মনুষ্যত্ব

সার্বজনীন ঘড়ির কাছে আজও ভিক্ষে চায়,

কি চায়, কেন চায়?- রাত্রি জানে না!

#

হাওয়ার পোষাকে এসেছিল হল্লাবাজ আতাতায়ীর দল!

সাইরেণ বাজিয়ে ছুটে গিয়েছিল ভ্যান গাড়ী,

পার্কের কোণাটাতে কেনই বা পড়ে ছিল

নিরাপরাধ লাশ, কি পার্টি করতো সে?

মর্গের ইঁদুর দেখাতে সবিনয়ে কেন এসেছিল শববাহী গাড়ি?

রাত্রি জানে না!

#

জাগতে রহো!’-

অন্ধ ও বোবা চৌকিদারটা কি এ সময়ের অবরুদ্ধ বিবেক?

একরাশ উস্কো খুস্কো অন্ধকার,

মায়ের এলোচুলের মতো চিরকালীন রাস্তাটা

আজও কার অপেক্ষায়?

রাত্রি জানে না!

 

 

 

 

KATHA -  c/o - AMIT ROY , Published in July-Dec-2021 issue.

Picture from Net


 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা