অন্ধকার, টানিয়ে রেখেছি অন্ধকার
অন্ধকার, টানিয়ে রেখেছি অন্ধকার
সমরেন্দ্র বিশ্বাস
#
অন্ধকার টানিয়ে রেখেছি মাঠে, গমের দানায়।
বইএর তাকে অন্ধকার, সিনেমা হলেও
পড়বার টেবিলটা রোশনিবিহীন-
থাক্ থাক্ অন্ধকার!
রাস্তার বাতিস্তম্ভে ঝুলিয়েছি
অশরীরী ফিউজ শরীর
সংসারের চারপাশে বুনেছি
গোছা গোছা অন্ধকার ধান।
#
চারদিক ব্লাক আউট, জ্বালাই মোমবাতি, আর জ্বলে প্রবীণ
ভাষণ
একমাত্র নিজেকেই আমি বড়ো
বেশী আলোকিত ভাবি
আলোর নাম করে আমার একেকটা
বই লোককে ধার দেই,
অন্ধকার দুনিয়ায় আলোর ব্যবসা
খুব লাভজনক!
#
কেউ কেউ জানে
চারপাশটা অন্ধকার থাকলে
নিজেকে বড় বেশী উজ্জ্বল
দেখায়!
======= ======== =========
Published
/ কবিতা সীমান্ত
– May-Oct-2022
Comments
Post a Comment