Posts

Showing posts from October, 2024

দোস্ত, বেঁচে থাকার এই তো সময় !

  দোস্ত , বেঁচে থাকার এই তো সময় ! সমরেন্দ্র বিশ্বাস #   ঝড়ের মুখে আমরা সবাই দাঁড়িয়ে ! ঝড় এসেছে , ঝড় আসছে - ঝড় ! ফেস্টুনটাকে ভাগাতে ভাগেতে তেড়ে আসছে ‘ ধ্বংস করো ’ তীব্র হাওয়া বিপন্ন সময় মানুষদেরকে ঘাড়ে ধরে শিখিয়ে নিচ্ছে – কি করে বেঁচে থাকতে হয় ! - এ সময়ে উচিত আমাদের মাথাগুলোকে সিধা রাখা ! # সমুদ্র থেকে তেড়ে আসছে জলস্রোত চরাচর ভাসিয়ে নিচ্ছে সুনামি , ভেসে আসছে অনেকগুলো লাশ ! চোখের সামনে এইমাত্র দেখলাম একটা মানুষ আঁকড়ে ধরে আছে   টুকরো কাঠ - সে বাঁচতে চায় , হয়তো বেঁচেও যাবে দোস্ত , এ সময় দরকার হিম্মতকে ধরে রাখা । # ধ্বংসের ইতিহাস খুঁজতে এই তো আমি পাগলা ঘোড়ার পিঠে চেপে ঢুকে পড়েছি অন্ধকারাচ্ছন্ন অতীতে ! হোয়ংহো , ইয়াং - সিকিয়াং নদীর দুকূল ছাপিয়ে উঠে আসছে বন্যা , নিখোঁজ মৃতদেহগুলোর শোকে হাহাকার করছে অসংখ্য নরনারী । আমাদের চোখের সামনেই তারপরও নতুন করে ঘর বাঁধছে চীনের সভ্যতা , মানুষেরা হেঁটে যাচ্ছে লংমার্চের পথে ! ওই দেশেরই অভ্যন্তরে জামার হাতের নীচে থাবা ও নখ লুকিয়ে এইমাত্র হেঁটে গেল একদল কর্পোরেট দালাল ! দোস্ত , মাথা ঠান্ডা রাখার এই ...

কালপত্র, শিলান্যাস

  কালপত্র , শিলান্যাস সমরেন্দ্র বিশ্বাস # এখন কোন শ্লোগান নয় , এখন কোন আর্তনাদ নয় টাইম ক্যাপসুল কবরে রাখা হচ্ছে ! # কারিগরেরা দারুণ ব্যস্ত , তারা কালের পাথরে খোদাই করছে তীব্র গুনগান , আন্তর্জাল আকাশে শাড়ী পড়া সুসজ্জিত স্ট্যাটিস্টিকসরা উড়ছে ; সুন্দর শব্দবন্ধে লেখকেরা রাঙাছে পোষ্টার কালপত্র লিখে রাখছে রাজসভার যাবতীয় গুনগান । # কেউ লিখছে না বন্ধ কারখানার বিপরীত অনুবাদ , কেউ লিখছে না চিকিৎসাবিহীন মৃত্যুর প্রতিবাদী অভিধান তুমিও লিখো না ভুখা মাঠ , কৃষকের ফাঁসি হে মানুষ , তুমিও শিলালিপির মধ্যে খুঁজো না আর্তনাদ # কেনোনা সামনেই প্রহরী উদ্যত বল্লম নিদ্রাহীন রাজার সন্ত্রাস! # হে মানুষ , চুপ থাকো , সসম্ভ্রমে উঠে দাঁড়াও , তোমরা কি জানো না ? এ সময়ে দেশ জুড়ে রাজকীয় আয়োজন - শিলান্যাসের কাজ চলছে , মাটির নীচে রাখা হচ্ছে কঙ্কালের সোনা য় মোড়া উন্নয়ণের কালপত্র! [কথা - 2023]