কালপত্র, শিলান্যাস

 

কালপত্র, শিলান্যাস

সমরেন্দ্র বিশ্বাস

#

এখন কোন শ্লোগান নয়, এখন কোন আর্তনাদ নয়

টাইম ক্যাপসুল কবরে রাখা হচ্ছে!

#

কারিগরেরা দারুণ ব্যস্ত, তারা কালের পাথরে খোদাই করছে তীব্র গুনগান,

আন্তর্জাল আকাশে শাড়ী পড়া সুসজ্জিত স্ট্যাটিস্টিকসরা উড়ছে;

সুন্দর শব্দবন্ধে লেখকেরা রাঙাছে পোষ্টার

কালপত্র লিখে রাখছে রাজসভার যাবতীয় গুনগান

#

কেউ লিখছে না বন্ধ কারখানার বিপরীত অনুবাদ,

কেউ লিখছে না চিকিৎসাবিহীন মৃত্যুর প্রতিবাদী অভিধান

তুমিও লিখো না ভুখা মাঠ, কৃষকের ফাঁসি

হে মানুষ, তুমিও শিলালিপির মধ্যে খুঁজো না আর্তনাদ

#

কেনোনা সামনেই প্রহরী

উদ্যত বল্লম

নিদ্রাহীন রাজার সন্ত্রাস!

#

হে মানুষ, চুপ থাকো, সসম্ভ্রমে উঠে দাঁড়াও, তোমরা কি জানো না?

এ সময়ে দেশ জুড়ে রাজকীয় আয়োজন - শিলান্যাসের কাজ চলছে,

মাটির নীচে রাখা হচ্ছে কঙ্কালের সোনা মোড়া উন্নয়ণের কালপত্র!



[কথা - 2023]

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

অন্ধকার, টানিয়ে রেখেছি অন্ধকার