তোমার জন্যে
সমরেন্দ্র
বিশ্বাস
#
রাত্রে
যখন ডাকছে কেউ, দিচ্ছে
হাওয়ায় শীষ-
কী
করেছি, কী
করেছি,
নিজের
হাতেই ধরেছি যে তীব্রতম বিষ!
বিষ
ধরেছি – বিষ
ধরেছি, লোকের তাতে কি?
বিষের
জাড়ে রাত্রি পাগল স্বপ্ন দেখেছি।
স্বপ্ন
দেখা মৃত্যু সামিল, তোদের
তাতে কি –
তোমার
জন্যে, তোমার
জন্যেই –
তীব্র
ঠোঁটে পাগল আমি বিষকে ছুঁয়েছি !
গ্রন্থ- হাওয়া শিকার (1995)
Comments
Post a Comment