=== পাহাড়িয়া ===


সারাদিন ক্লান্তিকর হেঁটে গেছি পথ
পাহাড়ি পথের ধারে বসে বসে ভেঙেছি পাথর
কুয়াশা মেঘের কোলে ঢলে গেল দিন
চলো তুলি ঝোলাঝুলি, বুঝে নেই কুড়া।
#
দুজনের কতদিন এই ভাবে কেটে গেল পথে
দুজনেতে মিলেমিশে দিনভর ভেঙেছি পাথর
রৌদ্র বৃষ্টি চেটে পুটে খেয়ে নিল মানুষের দেহ
ঠিকাদার ফিরে গেল বুঝে নিয়ে হিসেবের ভাগ।
#
পাহাড়ের নীচে ঘর কাঠ দিয়ে ঢাকা
চলো আজ ঘরে ফিরি, কুটো জ্বেলে সেঁকে নেব রুটি
তুমি বুনো লোম দিয়ে তে-চোখা পাপোশ
আমি চুপ শুয়ে রব তোমার বালিশে।
#
ভারি ভারি পাথরেরা ভেঙে যায় রাতে
ছেঁড়াখোঁড়া পোষাকেরা জুড়ে জুড়ে যায়
মিহি মিহি স্বপ্নগুলো ঢেকে দেয় পাথরের বুক
উত্তাপেরা দীর্ঘ হলে মুখে পাই শ্যাওলার স্বাদ!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!