ফসল


সমরেন্দ্র বিশ্বাস
#
চাঁদের হলুদ মাখে সতর্কিত মাঠ;
জীবনের ভালোবাসা – তারও নাম ধান।
ফসলের শীষ থেকে
বহুযুগ আগেকার কাটা-হাত ঝোলে;
হাতছানি দেয় সন্তানেরে।
ফসল আগলানো রাত শেষে
মানুষের অধিকার আজও
রক্ত মাখে আলের উপর।
# # #

[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!