জীবন # জন্মই আমাদের আজন্মের অধিকার - সান্ত্রীর পাহারায় রাখা এই প্রিয় কথাগুলোকে লোহার গারদ থেকে উঠিয়ে এখন শুকিয়ে নিচ্ছি আগুনে , চুপিচুপি চাঁদের আলোয়! # সমরেন্দ্র বিশ্বাস Nandanik, Kataganj. Sept-2019 issue
খুঁজছি সমরেন্দ্র বিশ্বাস একটা গানকে আমি বিশ্বসংসারে তন্ন করে খুঁজছি একটা গান – যা তুমি শুনিয়েছিলে । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি চলে গেছি নীল আকাশে মেলা ধূ ধূ প্রান্তরে জনহীন একটা নির্জন ক্ষেতে যেখানে একদিন আমাকে তুমি শুনিয়েছিলে সেই গান । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে গেছি পাহাড় আর জলপ্রপাতের কিনারে হাওয়ায় হাওয়ায় যে গান জলকণার অভিমান , আমাকে ভিজিয়ে দিচ্ছিল সে সব দিনগুলো । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি রাত্তিরের সেই নির্জন বারান্দায় একরাশ থকথকে রক্তে ভিজে উঠে অপূর্ব বেদনায় একদিন তুমি শুনিয়েছিলে সেই গান । সেই গানটাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি শহরের রাজপথে , রিক্সার টুংটাং শব্দে পথচারীর অরণ্যমায়ায় , রাত্রি নেমে আসা আকাশের নীচে আমরা হাঁটছিলাম , তোমার পদশব্দে সেদিন বেজে উঠেছিল এই গানটাই । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেছি মেসোপটেমিয়ার প্রত্নশহরে , মহেঞ্জোদারোর শিলালিপিতে পার্কসার্কাস কবরস্থানে , ছায়াফেলা গাছ গাছালির নীচে - আমি শুনতে পাচ্ছি তোমার গান , অথচ ছুঁতে পারছি না । সেই গানটাকে খুঁজতে খুঁজতে আম...
Comments
Post a Comment