কাঁচের শব্দ
সমরেন্দ্র
বিশ্বাস
ক্লান্ত
পদাবলীর ওপার থেকে
সবুজ
গাছের ঝাঝরি পেরিয়ে
কাঁচের
শব্দ হেঁটে এলে
বুঝতে
পারি, প্রেম
আসছে!
কাঁচেরা
মায়াময় –
সিরামিক
নির্মাণের এক জটিল প্রক্রিয়া
তোমার
চুড়ির রিনঝিন স্বপ্নের মতো ,
যেমন
দিঘির গভীরে ঢেউ তোলা ছায়া ও মায়া!
কোনো
একদিন অভিমানের রাগী হাতে
কাঁচের
শব্দরা খান খান হয়ে গেলে
মেঘের
আড়ালে লুকিয়ে পড়ে তোমার মুখ,
নীরব
রাত্রি ঘিরে উদাসী বিষন্নতা!
স্বপ্নে
ভাসে নির্জন দিঘি, আমি,
জল আর একাকী চাঁদের ছায়া।
অপেক্ষায়
থাকি
কখন
আবার চুপি চুপি হেঁটে আসবে কাঁচের শব্দ !
#
[ Photo Courtesy –
Internet]
Comments
Post a Comment