একটি কবিতা



সমরেন্দ্র বিশ্বাস
#
আকাশ যখন স্বপ্নের ভারে ধূসর হয়ে ওঠে
সঞ্চারিত মনের অসংখ্য জলকণা
মাটি আর মানুষের জন্যে নতজানু হয়;
তখনই তুমি লিখে ফেলো
রামধনুর মতো
একটি অবাক কবিতা!

[ অনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!