গ্যালিলিওর ছায়া

সমরেন্দ্র বিশ্বাস
#
এই পৃথিবীতে আমাদের সঙ্গে
সব সময়েই ঘুরতে থাকে একটা সত্যান্বেষী ছায়া,
এ সেই ছায়া যে মৃত্যুদন্ডকে উপেক্ষা করে বলেছিলো –
পৃথিবী ঘুরছে, তা সূর্যের চারপাশেই!
এ সেই ছায়া যে সব সময়ই লগ্ন থাকে গ্যলিলিওর চারপাশে,
এ সেই ছায়া যে আজও রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়ায় !

Painting by - Ananya Biswas

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!