মন্দির দর্শন
অনুগল্প
মন্দির দর্শন
সমরেন্দ্র বিশ্বাস
দেবস্থানের প্রধান ফাটকের সাইনবোর্ডটা চোখে পড়েছিলো। এসেছিলাম পাহাড় আর
জঙ্গলে ঘেরা মন্দির-শহরটার পাশ দিয়ে, দেবস্থানটা দেখবো বলে। রাস্তায় গাছের সবুজ ছায়া। তারই মাঝে মন্দির।
কাছেই কয়েকটা বড় বড় বিল্ডিং, ফ্লাটের দরজা
জানালা। একটা ফ্লাটের ব্যালকনিতে ঝুলছিল ব্রা, প্যান্টি, সায়া। সঙ্গে সঙ্গে দেখলাম সেই মেয়েটির
মুখ, উদ্বেলিত স্তন, ফরসা শরীর। আমরা কি রিপু শূণ্য হতে পারি? আমি কি মেয়েটিকে চিনি? আমার রক্তে বেজে
উঠলো তার সুর।
প্রধান ফটকের নিষেধাজ্ঞার কথা মনে পড়লো। ‘কাম, ক্রোধ, লোভ নিয়ে মন্দির দর্শণে আসবেন না।’ কামোত্তেজিত আমি
পেছনে ফিরে এলাম। আমার আর মন্দির দর্শণ হলো না।
জানি এ জন্মে আমার আর কোনদিনও মন্দির দর্শণ হবে না।
© biswas.samarendra@hotmail.com
প্রকাশিত – অনু রণন
(নববর্ষ -১৪২৬)
Retyped –
28.08.2020
Comments
Post a Comment