আগুন

 আগুন

#

সমরেন্দ্র বিশ্বাস

#

 

আগুন যতো পারো

আমাকে পোড়াও

অঙ্গার নয়,

পুড়ে গেলে দেহখানা

সোনা বর্ণ হবে,

#

যতো পারো দুঃখ দাও

 

[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা