অগ্নিকুন্ড
অগ্নিকুন্ড
একদিন সমস্ত জানালা খুলে যাবে
টেলিফোনে ভেসে আসবে না একটাও কথা
জলের ট্যাঙ্ক থেকে উপ্চে পড়বে না একটুও জল
স্টোভের আগুন জ্বলতে জ্বলতে নিভে যাবে
থেমে যাবে সমস্ত ঘড়ির কাঁটা, বাড়িয়ালার পাওনা গন্ডা
চারপাশের কোয়াটার্সগুলোয় উঁকি মারবে না একটাও মুখ
থমকে যাবে যাযাবর বাতাসের খেলাধূলা
তুমি তখনও আনমনে খুলে বসে থাকবে তোমার জানলা
তোমার চোখে একটুকু জল নেই
মে-র গরম হাওয়া উড়িয়ে নিয়ে আসবে কিছু টুকরো স্মৃতি
এমনিই যদি হবে, কেন তোমায় আমি নাম ধরে ডাকলাম
বুকের অরণ্যে অগ্নিকুন্ড জ্বালিয়ে, দু’হাত দু’পা রক্তাক্ত করে
কেনই বা তুমি এতটা পথ ছুটলে?
যে কথা কেউ আমাদের শিখিয়ে দেয় নি
যে কথা আমি জীবন দিয়ে জেনেছিলাম
যে কথা তুমি এলোপাথারি পথ ঘুরতে ঘুরতে জেনেছিলে
সেসব প্রশ্ন তুমি যে কাউকে জিজ্ঞাসা কোরো
সেসব কথা আমাদের মতো কেউই জানবে না
জিজ্ঞাসা কোরো গভীর রাতকে, আকাশের তারাদের-
চারপাশে শুধু জেগে থাকবে এক গভীর উচ্চারণহীনতা!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা ]
======= © biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment