রক্ত বেচার পরে
রক্ত বেচার পরে
#
দীর্ঘদেহী মানুষটা
আকাশের দিকে মাথা ঝাঁকিয়ে
প্রচন্ড হুঙ্কার দিলো।
তার চোখের সামনে
থর থর করে কাঁপছে
অট্টালিকার ভাঙা কার্নিশ!
এক বোতল রক্ত বেচে
মাতালের মতো টলতে টলতে
সে এখন ঘরে ফিরছে!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]
Comments
Post a Comment