রুমার সৌরমন্ডল থেকে

 রুমার সৌরমন্ডল থেকে

সমরেন্দ্র বিশ্বাস


রুমার সৌরমন্ডল থেকে

গড়িয়ে নামে আলোর মোহাচ্ছন্ন নদী

উজ্জ্বল দুচোখে গ্রহান্তরের মায়াবী জ্যোৎস্না ।

#

সময় একেলা হোলে রক্তেথার্মোমিটার, পারদ উজ্জ্বলতা

রুমা সামনে এসে দাঁড়ায়।

ওর নগ্ন শরীরের ভাঁজে ভাঁজে নীল ঘূর্নি, সমুদ্র সংকেত, সুনামি

কখনো বা বনাঞ্চল, পাহাড় টিলা, নদী, ঝোপঝাড়, ব-দ্বীপ।

ওর দুটো গালে লেগে থাকে

গ্রহান্তরের পিছলে যাওয়া গোলাপী রশ্মি।

#

রুমার মায়াবী ভূগোলে সরোবর, আমাজান অরণ্যের বৃষ্টিপাত

পাখীওড়া আঁশটে বালিয়ারী, তাপমাত্রার একশো ডিগ্রী ওঠা-নামা

ওর ঠোঁটের এককোণে চিকচিক করে ওঠে কুহেলি হ্রদ।

#

সেদিন রুমা ফিরে যায়, অনিচ্ছুক ফিরে যাবার আগে

ওর সৌরমন্ডলের বিচ্ছুরণ থেকে তুলে নেই এক চিলতে জার্ম

জাগ্রত জীবানুগুলো আটকে রাখি রক্তে, গোলাপি জিভের নীচে।

#

বনজোছনায় মাখামাখি আরেকদিন মাঝরাতের ঘুম ভেঙ্গে দেখি

পুরুলিয়ার পলাশ প্রান্তর পেরিয়ে 

ডুরে-পাড় শাড়ি, বিনা ব্লাউজেইসে জেগে উঠেছে সৌরমন্ডলের অন্ধকারে

#

বাকী রাত নক্ষত্রের সামনে ঝরতে থাকে রুমার শরীরের অলৌকিক বিচ্ছুরণ!

 

Published - বম্বেDUCK  in KolkataBookfair-2019

© biswas.samarendra@hotmail.com

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা