রাত্রির মান্দাসে
রাত্রির
মান্দাসে
সমরেন্দ্র বিশ্বাস
#
রাত্রির
আকাশে তারাগুলো হয়ে ওঠে আমার প্রকৃত অভিভাবক ;
সে
ডাকে আয় , কাছে
আয় ! আমি ভুলে যাই এযাবৎ শেখানো
যত
নীতিকথা - মহাশূন্যে উড়ে যায় আমার সমস্ত অভিধান ।
গাছের
একটা ফুল ছাড়া আর কেউ আমাকে মনে রাখে না ।
তারপর
ফুলটাও পূর্বজের অমোঘ নিয়মে ঘুমোতে চলে যায় ।
অনন্ত
রাত্রির মান্দাসে আমি ভেসে যাই । এই রাত্রে দু চোখের জল
স্পর্শ
করে বুঝতে পারি জীবনটা কত উষ্ণ ছিলো !
#
[ কাব্যগ্রন্থ – অনন্ত জলশব্দে আমি ]
Picture Courtesy –
Internet.
Comments
Post a Comment