শব্দমালা স্বপ্নমালা

 শব্দমালা স্বপ্নমালা

(বিপ্লবী কবি চেরাবান্দারাজুকে )
#
মাঝরাতে বেল্টবুটে কেঁদে ওঠে পাড়া,
তবু ঠকাঠক্ মাকু নির্ভীক শব্দ তোলে,
তাঁতে শব্দ বুনে যায় কারিগর কেউ।
সে কি বোনে শব্দ শুধু, নাকি স্বপ্নের পশম?
#
গান্ধীনগরের রাত্রি জুড়ে
যতো গোকুলের বুকে গর্জায় গোলা,
রক্ত মেখে শুয়ে থাকে ঝলসানো কাশ।
মেঘের মালিক কেউ ঢাল তলোয়ারে
বর্ষা আনে শব্দে শব্দে!
সে কি শুধু শব্দ, না কি
মাঝ ঘুমে স্বপ্নের উষ্ণ বারিপাত?
#
বছর পেরিয়ে ফের কাশ ফুল ফোটে,
ঝুঁটি তোলে সাদা অধিকার,
সারা রাত শব্দ ঝরে পাথুরে হৃদয়ে,
মোহনা ছাড়িয়ে সব শব্দ
স্বপ্ন হয়ে মিশে যায় সমুদ্র জনতায়।
#
সমুদ্র-শিক্ষক হয়ে রাত্রির আকাশে
বাতি জ্বেলে জেগে থাকে
সুব্বারাও সরোজের সাথে
আরো এক নক্ষত্রের ধাবমান চোখ।
#
সাইরেণ ভর করে শকুনের ডানা।
অবিরাম অগ্নিকুন্ড জ্বলমান তবু
স্বপ্নের আবেশে-
জ্বলমান যত শব্দমালা!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - তবু স্পন্দমান পথ / 1986 ]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা