অনিবার্য সিঁড়ি আর উড়ন্ত রুমাল
অনিবার্য সিঁড়ি
আর উড়ন্ত রুমাল
[ প্রয়াত শ্রী মতী গৌরী চক্রবর্তীর স্মৃতিতে ]
সমরেন্দ্র বিশ্বাস
# # #
আমাদের জন্মদিনগুলো কতগুলো সিঁড়ি পেরিয়ে অবারিত
রাস্তার
দিকে
চলে গেছে ;
শৈশবের সেই রাস্তাগুলো একদিন ফিরে এসেছে ফ্লাট বাড়ির
সিঁড়িতে ,
তারপর সেইসব অনিবার্য সিঁড়ি বেয়ে আমরা শুধু উপরে উঠেছি আর
উঠেছি !
সেই সব সিঁড়িগুলো প্রত্যেক রাত্রে
কুর্নিস
করে বয়সকে,
সেই সব সিঁড়িগুলো অভিমান করে, চুপচাপ হাঁটা লাগায় মায়াবী
আকাশের দিকে,
সেই সব সিঁড়িগুলো মাঝে মাঝেই আমাদের ডাকে – আয় ! আয় !
সন্তান সন্ততির হাতে চুমু খেতে খেতে
আমাদেরও বলে উঠতে হয় – একটু দাঁড়াও - আসছি ! আসছি !
##
সেদিন সকালে সূর্য পুরোটাই ভাষ্কর ছিল
হাসপাতালের রাস্তায় সন্ধ্যাকালীন মানুষজনের ভীড় ছিলো
চোখে মৌরী -মিঠাই মাখা স্বপ্ন ছিলো
মানা ছিলো না ইচ্ছে খুশী গান গাইবার
ছিলো না সেই সব সিঁড়িগুলোর ডাকে জহ্লাদী চীৎকার।
তবুও আমাদের প্রেমময়ী ছোটোমা
সেদিন হঠাৎ হয়ে উঠলেন অসামান্য দুঃসাহসিনী
ডাক-পাঠানো সেই সব সিঁড়িগুলোর দিকে
কেমন
সহজেই হাত বাড়িয়ে দিলেন
পশ্চিমা হাওয়ায় উড়ে গেল তার আজীবনের রুমাল ;
আমাদের ছোটোমা অনন্ত সিঁড়ি ধরে
সদর্পে
হেঁটে চলে গেলেন মায়াবী আকাশের দিকে !
##
আগুনের অঙ্গার ঝেড়ে ছোটোমা উঠে এসেছেন এখন ।
আমাদের ছোটমা এখনও হেঁটে চলেছেন পুরীর সমুদ্র সৈকতে,
তার শাড়ির নীলাভ আঁচলে প্রসারিত হয়ে আছে পৃথিবীর
দিক-চক্রবাল।
##
স্মৃতির সমুদ্রে ঢেউএ ঢেউএ লুকোচুরি খেলা আর নুলিয়া-বিকেল
শেষ হোলে
আমরাও ফিরে আসবো টাটানগর কিম্বা
কোলকাতার ফ্লাটে –
সেই সব মায়াবী সিঁড়িগুলো তখনো আমাদের ডাকতে থাকবে – আয় ! আয়
!
অন্ধকার ছাদে দাঁড়িয়ে আমরা দেখবো
অসামান্য নক্ষত্রের পাশে তখনোও উড়ছে ছোটোমার রুমাল !
Email: biswas.samarendra@gmail.com Ph-
09407980976.
Published : UNMUKTA UCHCHWAS, New Delhi./ Yr. - 2019
Comments
Post a Comment