অচেনা মুখ - বারনওয়াপাড়ার রাস্তায়
অচেনা
মুখ - বারনওয়াপাড়ার রাস্তায়
সমরেন্দ্র
বিশ্বাস
#
তোমার
অচেনা মুখ
চলমান
স্থাপত্যের মায়া ।
তোমার
দু চোখের সমান্তরালে
উড়ে
গেল সাদা বক দূরে......
দূর
কোন ক্লান্তিহীন অন্ধকারে ।
তোমাকে
দেখব না আর কোনদিনও -
এই
দীর্ঘশ্বাস নিয়ে
ঘরে
ফিরে আসি বারনওয়াপাড়ার ছায়া পিছে ফেলে!
[ প্রকাশিত / চাতক - 2016 ]
সমরেন্দ্র
বিশ্বাস
তোমার
অচেনা মুখ
চলমান
স্থাপত্যের মায়া ।
তোমার
দু চোখের সমান্তরালে
উড়ে
গেল সাদা বক দূরে......
দূর
কোন ক্লান্তিহীন অন্ধকারে ।
তোমাকে
দেখব না আর কোনদিনও -
এই
দীর্ঘশ্বাস নিয়ে
ঘরে
ফিরে আসি বারনওয়াপাড়ার ছায়া পিছে ফেলে!
[ প্রকাশিত / চাতক - 2016 ]
Comments
Post a Comment