যন্ত্রণা
যন্ত্রণা
#
সমরেন্দ্র
বিশ্বাস
#
যন্ত্রণারা
চুপচাপ বসে থাকে লেবু বনে অন্ধকারে ,
যন্ত্রণারা
রাত্রি জেগে প্রহরের কথা শোনে
যন্ত্রণার
সাথে ফোনে কথা বলি , প্রত্যুত্তরে
কথা বলে সেও
যন্ত্রণার
ঠিকানায় চিঠি দেই , নীল
খামে জবাবেরা আসে ,
বিষাদ
মাখানো হাসি মুখ নিয়ে কখনো কখনো সে সামনে দাঁড়ায় এসে।
#
কত
সহজেই আমার বন্ধুটি জেনে গেছে ,
নানা
যন্ত্রণা দেহে , প্রিয়
রুকস্যাক পথে ফেলে
সেও
হেঁটে যাবে দৃষ্টিহীন পাহাড়ের দিকে ;
ওখানে
আজো গল্প কবিতা, গার্হস্থ্য-যাপনের
মেঘ মেঘ নানা চিত্রমালা,
ওখানে
বিদ্যুৎ রেখায় স্মৃতিময় জেগে ওঠে আগুনের গান ;
আমার
বন্ধুটি জেনে গেছে ,
অদৃশ্য
পাহাড়ের পিছে কোনোদিন কোনো অন্ধকার নেই !
[ অনন্ত জলশব্দে আমি ] ©
biswas.samarendra@
Comments
Post a Comment