স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
সমরেন্দ্র
বিশ্বাস
স্বাধীনতা
তোমাকে খুঁজেছি আমি
শিশুটির শীর্ণ হাতে , তেরঙ্গা ঝান্ডায় ,
ভাঙা চোরা লেভেল ক্রসিংএ – যেখানে দাঁড়িয়ে শিশু
ঝাণ্ডা ফিরি করে ।
স্বাধীনতা
তোমাকে খুঁজেছি আমি
উদভ্রান্ত কিশোরের চোখে , রাস্তা যার
প্রসারিত থাকে
নামহীন অন্ধকারে , দিশাহীন দিকে ।
তোমাকে দেখেছি আমি যুবকের বুকে ,
গায়ে গেঞ্জী ব্রান্ডেড কোম্পানীর , তাতে লেখা -“
ধ্বংস হও” ,
স্বাধীনতা , তোমার বুকে কেন আজো বোধহীন যুবকের
অসহায় রাগ ?
স্বাধীনতা
তোমাকে দেখেছি আমি
কলোনির ভাঙা চালে , ঢ্যাঙ্গা গাছের ফাটা বাকলের
ডালে ,
যেখানে যন্ত্রণারা আজো হাহাকারে কাঁদে ।
স্বাধীনতা
তোমাকে জেনেছি আমি
ধর্মান্ধ প্রৌঢ়ের দূর্বিনীত চিৎকারে ,
অনর্গল লাঠি টুপি মার্চ করে , অসহিষ্ণুতা জ্বালায়
আগুন জনতার ঘরে ।
স্বাধীনতা তোমাকে দেখেছি
হাহাকারে
, শূন্য থাকা পেনশন খাতায় , বৃদ্ধাশ্রমে ,
ছেলে কারো স্বাধীনতা নিয়ে আমেরিকা থাকে , মাঝে
মাঝে পদ্য লেখে ।
স্বাধীনতা
তোমাকে দেখেছি আমি
বিদেশীয় যুদ্ধযানে , বন্দরের খালাসীর হাতে –
হ্যান্ড বিলে ,
এফ ডি আই এর অশান্ত ঢেউ এ , বিদেশী বনিকের বিতর্ক
সভায় ।
স্বাধীনতা
তোমাকে দেখেছি আমি
কুচ কাওয়াজে , জঙ্গলে জঙ্গলে ,
আড়ালে আড়ালে একা একা ফুটে থাকা প্রতিবাদী ফুলের
হাসিতে
চোরাগোপ্তা খুনে , পুলিশের বেয়নেটে
গ্রাম থেকে ধেয়ে আসা লোকের মিছিলে ।
স্বাধীনতা তুমি
কবিতায় শামসুর রহমান ,
বহমান গঙ্গা গোদাবরী ,
স্বাধীনতা তুমি
ভন্ড নেতাদের চোখ , গন্ধে রি রি নোংরা রাজনীতি
বন্ধ কারখানা , ছাঁটাই নোটিশ
অফিস-বাবুদের ড্রেস , কানুনের ঘেরাটোপ
ভ্রষ্ট রসিদের টাকা ।
স্বাধীনতা তুমি
দেনাদায়ে ডুবে থাকা কৃষকের আত্মহত্যা ,
উপত্যকা জুড়ে বেনামি সন্ত্রাস ,
শর্মিলা চানুর যুগ যুগ অনশন ।
স্বাধীনতা , তুমি শীতঘুম , পরিকল্পনার মৃত চলাচল
,
ব্যালটে বাটন দাবা , আঙ্গুলের নীল কালি ।
স্বাধীনতা , তুমি রাতভর জেগে থাকা
ভেঙ্গে ফেলা
অন্ধ কারাগার !
স্বাধীনতা , তুমি আকাশেতে ঝান্ডা ওড়া ,
বেজে যাওয়া মাইকের গান , লাড্ডু খাওয়া ...
স্বাধীনতা , তুমি ছুটির দিনে নিদারুন ঘুমে শুয়ে
থাকা ;
স্বাধীনতা , তুমি অকস্মাৎ জেগে ওঠা ...
বুকের কপাটে অবিরাম ধাক্কা খাওয়া কারো কন্ঠস্বর
মৃত স্বপনের ঘোলা দুটো চোখ -
যেন সাইক্লোন , ঘূর্ণি ঝড় ।
স্বাধীনতা , বিপন্ন পৃথিবীতে তুমি আজও মুক্তিকামী
তীব্র অধীনতা !
# কাব্যগ্রন্থ – অনন্ত জলশব্দে আমি - ©biswas.samarendra@
Comments
Post a Comment