অনু গল্প হীরাকুদ , উৎপল সেন ও আমাদের অগ্রজেরা সমরেন্দ্র বিশ্বাস জহর টাওয়ারের উপরে , উঁচু থেকে দেখছিলাম , থই থই করছে বিস্ময়কর জলাধার । ড্যামটার এ প্রান্ত থেকে চলে যাওয়া সুদীর্ঘ রাস্তাটা অদৃশ্য হয়ে গেছে । ওপ্রান্তে পৌঁছানোর আগেই ! হীরাকুদ ড্যামটা সত্যিই বিস্ময়কর ! স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের একটা বিশাল নির্মান ! এই নির্মানে সামিল হয়েছিলো আমাদের অগ্রজ ও পূর্ব - পুরুষেরা । হঠাৎ যেন দেখলাম , বাঁধের উপর সরু রাস্তাটা দিয়ে হেঁটে আসছেন উৎপল সেন ও আরো কয়েকজন পূর্ব - পুরুষ ! পাশে হাঁটছিলেন বিখ্যাত প্রযুক্তিবিদ বিশ্বেসরাইয়া । হীরাকুদ বাঁধটির নির্মাতা এনারাই ! শুধু ড্যাম নয় , ওনারা এ দেশেটাকে একটু একটু করে নির্মান করছিলেন । পরে খেয়াল হলো , ওনারা তো কতদিন আগেই পরলোকগত হয়েছেন । আসলে আমি ভুল দেখেছিলাম । আরো কাছে আসতেই স্পষ্ট হলো ড্যামের উপর দিয়ে যারা হেঁটে আসছিল , তারা ওনারা নন । ওরা কতগুলো কর্মহীন পরিযায়ী শ্রমিক । হয়তো রুজির সন্ধানে বেরিয়েছে । রোজ ওদের খাবার জোটে না ! ওরা আমাদের এই দেশেরই মানুষ ! কিছুক্ষণ পরে জহর মিনারের উচ্চতা থেকে নেমে এলাম । বসে আছি ড্যামের ...
Comments
Post a Comment