যেতে যদি হবে

 

যেতে যদি হবে

সমরেন্দ্র বিশ্বাস

#

নতজানু  প্রার্থনা আমার

প্রতিধ্বনি হয়ে কেন ফিরে ফিরে আসে ?

সামনেই অন্ধকার, ধূসর পাহাড়, শূন্যতা

আমাকেই যেতে যদি হবে, যেতে দাও

সঙ্গে নিয়ে যাবো যত জয়,

কিছু পরাজয়

আরো সঙ্গে যাবে ধূলো, মাটি, জল

আকাশ আশ্লেষ লিপ্সা ভালোবাসা

যদি চাও কিছু কিছু ভালোবাসা রেখে দিও তোমাদেরই কাছে , গাছ হবে

যদি চাও আমার কৃপাণ, ভাঙ্গা পেন রেখে যাবো তোমাদের কাছে,

আরো রেখে যাবো চাক ভাঙ্গা মধু-স্বপ্ন, হূলবিদ্ধ বিষাক্ত শরীর

রাত জাগি । জানি একদিন মঞ্জুরিত হবে পৃথিবীর যত প্রেম ভালোবাসা !

#

তবুও মৃত্যুর আজান গাই ,

প্রার্থনার কথাগুলো ধাক্কা খায়, প্রতিধ্বনি হয়ে ফিরে আসে

নতজানু প্রার্থণার ভাষা , জানি , একদিন আমাকেও ডেকে নিয়ে যাবে

সেদিন লৌকিক পাখি তার অন্তিম নিঃশ্বাস নিয়ে

মিলে যাবে নীলাভ  আকাশে ।

শুধু থেকে যাবে

গোধূলির স্মৃতিময় কিছু কিছু ভাঙ্গা চোরা তীরবিদ্ধ আলো ।

সামনেই অন্ধকার, ধূসর পাহাড়, শূণ্যতা

আমাকেই যেতে যদি হবে, যেতে দাও

 


[ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২৩শে ফেব্রুয়ারী ২০১৬ তে তমাল ভৌমিক চলে গেলো আমার বন্ধু, কলেজের সহপাঠী; অন্য আরেকটা পরিচয় কবি অমিতাভ সেন তমালের রোগ বিপর্যয়ের কথা ভেবে কয়েকটা কবিতা লিখেছিলাম কবিতাটা  লেখা, তখন তমাল রোগশয্যায় ]

 

কাব্যগ্রন্থঅনন্ত জলশব্দে আমি - 2016

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা