Posts

Showing posts from December, 2020

লেখা লেখা খেলি আজও সমুদ্র কিনারে

  লেখা লেখা খেলি আজও সমুদ্র কিনারে   সমরেন্দ্র বিশ্বাস   শেষ হাঁটা থেমে যায় সমুদ্র কিনারে শেষ প্রেম নিভে যায় দগ্ধ অভিসারে শেষ পাখি উড়ে যায় অধরা বিকেলে শেষ নদী মিশে যায় আকাশের নীলে তবু একি নেশা ! শ্রীচৈতন্য হেঁটে গেল সাগরের জলে দিগম্বর প্রেম খুঁজি অরণ্য বল্কলে জীবনের যত পু্ঁথি ছিঁড়ে যাবে ঝড়ের খেয়ালে তবু কেন লেখা লেখা খেলি আজও সকাল বিকালে ? একি নেশা ! [ অনন্ত জলশব্দে আমি ]

তিন-আঙ্গুলের খেল

Image
  ছোটগল্প তিন - আঙ্গুলের খেল সমরেন্দ্র বিশ্বাস চারদিকে এন আর সি - র হুজ্জোত চলছে । অফিস থেকে ফিরে মানসিক ভাবে খুব ক্লান্ত ছিল । তাই মিত্রসাহেব তাড়াতাড়ি ডিনার সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল । মাঝরাতে কি একটা শব্দে মিত্রসাহেবের ঘুম ভেঙ্গে গেল । বেড সুইচে টিপে ডিম লাইটটা জ্বেলে বিছানায় উঠে বসলো । শব্দটা আর নেই । একটু জল খেয়ে আবার শুতে যাবে , তখনই মনে হলো কাটা আঙ্গুলের মতো কিছু একটা ঘরের মেঝেতে লেথরে লেথরে যাচ্ছে । মিত্রসাহেব চোখ খুলে জরিপ করতে চেষ্টা করলো । ওর মনে হলো মেঝেতে ঘুরে বেড়াচ্ছে তিনটে রক্তাক্ত আঙ্গুল -   মধ্যমা , তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি ! চমকে উঠলো । হাই অফিসিয়াল শম্ভুদেব মিত্র । আজকেই দুপুরে জরুরী একটা মিটিং সেরে নিজের অফিসে ফিরছিল । দিল্লীর রাস্তায় গাড়ী ছুটছিল । দূর থেকে নজরে এলো একটা জায়গায় লোকজনদের ভীড় । ড্রাইভার স্পীড কমিয়ে দিল । সাহেব গাড়ীটাকে দাঁড়া করাতে বললো । ড্রাইভার আর মিত্রসাহেব দুজনে ভীড়ের মধ্য দিয়ে একটু উঁকি ঝুঁকি দিল । রাস্তার কিনারে একটা লাশ পড়ে আছে । রক্তে চারপাশ ভেসে গেছে । ডানহাতটা বুকের উপর । আশ্চর্যের ব্যাপার , ডানহাত থে...

অলৌকিক ঈশ্বরের বয়স

  অলৌকিক ঈশ্বরের বয়স সমরেন্দ্র বিশ্বাস #   আকাশের নীচে যে লোকটা ধান বুনেছিলো , সে এখন আস্তাকুড়ের তুষ । আকরিক গলিয়ে যে ইস্পাত বানিয়েছিলো , সে এখন পেরেক - ঠোকা কফিনে , মাটির অন্ধকারে । যারা খড় - মাটিতে প্রতিমা গড়তো , তারাও হারিয়ে গেছে ভাসানের জলে । নশ্বর মানুষদের বয়েস বাড়লে এমনটাই হয় । চিতার ফুলকিগুলো হারিয়ে যায় অন্ধকারে । আকাশের ভিজে লকারে । মানুষকে মানুষেরা তেমন মনে রাখে না । # সমস্ত দেব - দেবী আজও অবিনশ্বর ! কোন একদিন আকাশ থেকে নেমে এসেছিল যে ঈশ্বর , তার কোন মৃত্যু নেই ! বয়স তার পাললিক শিলার মতো ভারী , সময়ের সমস্ত দস্তাবেজ ছিঁড়েকুড়ে অলৌকিক ঈশ্বর এখনও পৃথিবীর প্রাচীনতম বেহালা বাজাচ্ছে ! আগ্নেয়গিরিতে জ্বলছে নীরোর আগুন ! # পয়গম্বরদের আয়ু কেন অনন্ত , ঈশ্বরের বয়েস কেন সূর্যের চেয়েও কোটি কোটি বছরের বেশী ? এমন একটা বৈজ্ঞানিক প্রশ্ন করার জন্যে হাজতের ক্লাস - রুমে কোপার্নিকাস আজও নীলডাউন হয়ে বসে আছে !       [ শব্দসাঁকো দীপাবলি ক্রোড়পত্র   - 2020  ]