অলৌকিক ঈশ্বরের বয়স
অলৌকিক
ঈশ্বরের বয়স
সমরেন্দ্র
বিশ্বাস
#
নশ্বর
মানুষদের বয়েস বাড়লে এমনটাই হয়। চিতার ফুলকিগুলো
হারিয়ে যায় অন্ধকারে। আকাশের ভিজে লকারে। মানুষকে
মানুষেরা তেমন মনে রাখে না।
#
সমস্ত
দেব-দেবী আজও অবিনশ্বর! কোন একদিন আকাশ থেকে নেমে
এসেছিল যে ঈশ্বর,
তার কোন মৃত্যু নেই! বয়স তার পাললিক শিলার মতো
ভারী, সময়ের সমস্ত দস্তাবেজ ছিঁড়েকুড়ে অলৌকিক ঈশ্বর এখনও পৃথিবীর
প্রাচীনতম বেহালা বাজাচ্ছে! আগ্নেয়গিরিতে জ্বলছে নীরোর আগুন!
#
পয়গম্বরদের
আয়ু কেন অনন্ত,
ঈশ্বরের বয়েস কেন সূর্যের চেয়েও কোটি কোটি বছরের বেশী? এমন একটা বৈজ্ঞানিক প্রশ্ন করার জন্যে হাজতের ক্লাস-রুমে
কোপার্নিকাস আজও নীলডাউন হয়ে বসে আছে!
[ শব্দসাঁকো
দীপাবলি ক্রোড়পত্র
Comments
Post a Comment