লেখা লেখা খেলি আজও সমুদ্র কিনারে
লেখা
লেখা খেলি আজও সমুদ্র কিনারে
সমরেন্দ্র বিশ্বাস
শেষ হাঁটা থেমে যায় সমুদ্র কিনারে
শেষ
প্রেম নিভে যায় দগ্ধ অভিসারে
শেষ
পাখি উড়ে যায় অধরা বিকেলে
শেষ
নদী মিশে যায় আকাশের নীলে
তবু
একি নেশা !
শ্রীচৈতন্য
হেঁটে গেল সাগরের জলে
দিগম্বর
প্রেম খুঁজি অরণ্য বল্কলে
জীবনের
যত পু্ঁথি ছিঁড়ে যাবে ঝড়ের খেয়ালে
তবু
কেন লেখা লেখা খেলি আজও সকাল বিকালে ?
একি
নেশা !
[ অনন্ত জলশব্দে আমি ]
Comments
Post a Comment