নীল বিষন্নতা

 

নীল বিষন্নতা

সমরেন্দ্র বিশ্বাস

#

বারবার ফুটপাথ বদল ভালো কি লাগে?

হে নীল বিষন্নতা,

তাহলে সু্যোগসন্ধানীর মতো কেন

বার বার বদলে নিচ্ছো পথ?

এতো জানাই ছিল- যে পথ ধরে তুমি যাও

তার এক দিকে মৃত নদী,

অন্যপাশে প্রিয় শহরের লাশ!

এও জানা, ডান বা বাম যেদিকেই যাবে

যে কোন রাস্তাই আজ ষড়যন্ত্রপ্রবণ!

যেতে যখন হবেই, পথকে কেন এত ভয়?

যে কোন পথই খুঁজে দেয় হারিয়ে যাওয়া কম্পাস;

যে কোন পথের সামনেই রাখা আছে মোরগঝুটি হাওয়া !

হাঁটাই যখন তোমার ভবিতব্য,

হে নীল বিষন্নতা

ভীতুর মতো কেন বার বার বদলে নিচ্ছো পথ?

#

©biswas.samarendra@ #

Published in কবিতা কোণ

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা