শোকে নেই, শপথে থাকো
শোকে নেই, শপথে থাকো
#
এ
শোক কি অন্তহীন রাত?
ভোর
কি হবে না?
#
তার
উল্টানো চোখে তবু জেদ
হাড়গোড়
চুরমার
বুকের
দুধারে ছ্যাঁদা
মারা
গেছে সে
এবং
এমনি আরো অসংখ্য প্রশান্ত-প্রবীর
#
আপতিত
মৃত্যু!
মাত্র
একটি রেখার খোঁচায়
তার
মুষ্টিবদ্ধ জীবনের সমাধান সারা,
পরীক্ষক
শুধুমাত্র নিয়ে গিয়েছিল লাশঘরে তারে!
#
এ
শোকের শেষ নেই
এখনো
অনেক বাকী
যারা
যাবে লাশঘরে
:
দেখে দেখে শোক নেই।
#
খোলা
আকাশের নীচে কোলাহল করে
এমনি
যদিও অনেক মানুষ
এখনো
মরে নি
–
#
ওদের
বাঁচাও!
# * #
সমরেন্দ্র
বিশ্বাস
[ তবু স্পন্দমান পথ ]
Comments
Post a Comment