অভিমুখ

 

অভিমুখ

# # #

ধ্বংসস্তুপ হেঁটে যাক্ নির্মাণের দিকে

সময়ের স্তুপাকার জঞ্জাল রাবিশ

দু’ হাতে হটিয়ে যদি দ্যাখো

ভঙ্গুর এ শরীর ভেঙে পড়ে আছে,

জেনো,

বহু নির্মাণের স্বপ্নসাধ

মানুষের জীবনে জীবনে এখনো জড়িয়ে।

ধ্বংসস্তুপ হেঁটে যাও নির্মাণের দিকে

 

## ## ##

সমরেন্দ্র বিশ্বাস

[অনন্ত জলশব্দে আমি]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা