ইঙ্গিতে তোমার সন্ধ্যা

 

ইঙ্গিতে তোমার সন্ধ্যা

            # সমরেন্দ্র বিশ্বাস

 

তোমার শরীরী মুদ্রা ইঙ্গিতে ইঙ্গিতে

ছুঁয়ে যায় সর্প-সন্ধ্যা,

আমি

বিষদগ্ধ নীল।

বোবা পলাশেরা রক্তে লাল,

হেঁতালের বনে মৃদু অ্যানাসথেসিয়া প্রতিরোধহীন!

 

 

=================== © biswas.samarendra@hotmail.com

 

  [ কলকাতার যিশু – Oct. 2019 ]

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা