ইঙ্গিতে তোমার সন্ধ্যা
ইঙ্গিতে তোমার সন্ধ্যা
# সমরেন্দ্র বিশ্বাস
তোমার শরীরী
মুদ্রা ইঙ্গিতে ইঙ্গিতে
ছুঁয়ে যায় সর্প-সন্ধ্যা,
আমি
বিষদগ্ধ নীল।
বোবা পলাশেরা রক্তে লাল,
হেঁতালের বনে মৃদু অ্যানাসথেসিয়া প্রতিরোধহীন!
===================
© biswas.samarendra@hotmail.com
[ কলকাতার যিশু – Oct. 2019 ]
Comments
Post a Comment