অধিবাস

 

অধিবাস

সমরেন্দ্র বিশ্বাস

#

সারা রাত গোলাগুলির শব্দ

চেঙ্গিজখান থেকে হিটলার এবং

এ দেশের বিধ্বস্ত সময়

#

এই রাতে আমি কোনো মশাল জ্বালাই নি

আমার কোনো বিজয়-উৎসব নেই -

শুধু প্রদীপের যে শিখা হাওয়ায় নিভে যেতে পারে

তাকে আগলে বাঁচিয়ে রাখতেই

শুকতারা ছাপা মঙ্গল পিঁড়িতে

আজ শেষ-রাতে আমি তোমাদের ডেকেছি

 

[কাব্যগ্রন্থপিতৃস্মৃতি, উদ্বাস্ত শিক্ষিকা ও অন্যান্য কবিতা]

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা