হরিশ্চন্দ্র ঘাট

 


হরিশ্চন্দ্র ঘাট

#  সমরেন্দ্র বিশ্বাস

 

যে জীবন নেমে এসেছিলো মাটিতে

বেড়ে উঠেছিল জল ও হাওয়ায়

সে এখন ফিরে যাচ্ছে;

ফিরে যাবার সময় কোন ব্যস্ততা নেই

কোন দ্বিধা নেই

কোলাহল নেই

ফিরে যাবার সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে

কিছু উত্তাপ

কিছু কাঠ, কিছু ফুলমালা

কিছু মায়া মমতা।

ফিরে যাবার পথে সে কি দেখছে

পাতার ডোঙ্গায় ডোঙ্গায় নদীতে-ভাসনো প্রদীপ?

ফিরে যাবার পথে সে কি দেখছে

জলে কাঁপতে থাকা ম্লান আলো,

বহমান গঙ্গার স্তব্ধতা?

আজ আর কোন দেখার দরকার নেই,

রাত্রির আকাশে চোখ দুটো খুলে রেখে

কেউ এখন ফিরে যাচ্ছে প্রশ্নভরা অন্ধকারে।

চোখ-ভেজা ঘাটে দাউদাউ জ্বলছে

মানুষের অনির্বান চিতা।

 

# [ 18.10.2015 , বারানসী ]

Published –   দিগন্ত বলয় /  July- December 2016

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা