নুপূর
নুপূর
# সমরেন্দ্র বিশ্বাস
দু হাতের শিরা কেটে রক্তে লাল জীবন্ত সূতোয়
তোমাকে বেঁধেছি নুপূর।
ধীর পায়ে ছন্দ তুলে তুমি হেঁটে গেলে
রক্ত ঝরে অবিরাম, শব্দ ওঠে ঝুনুর ঝুনুর
রক্ত পড়ে রক্ত ঝরে, তন্তু ক্ষয়ে যায়।
দিন নেই রাত নেই বেজে যায়
তবু বেজে যায়, মোহ জাগানিয়া প্রেমের নুপূর।
=================== © biswas.samarendra@hotmail.com
[ কলকাতার যিশু – Oct. 2019 ]
Comments
Post a Comment