বোবা যুদ্ধ

 

বোবা যুদ্ধ

 সমরেন্দ্র বিশ্বাস

#

কিছু আলো কিছু অন্ধকার

বোবা-যুদ্ধের মতো লটকে আছে!

এখানে অনেকদিন গাছ থেকে কোন পাতা ঝরে পড়ে নি,

এখানে কখনই মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়া হয় নি ছেলেকে,

এখানে বল্লম নিয়ে কেউ কোনদিন মিছিল করে নি,

এখানে অনেকদিন চেঁচিয়ে কোন কথা বলে নি,

এখানে কেউ কোন শ্লোগান দিচ্ছে না,

এখানে কেউ কারোকে অ্যারেষ্ট করছে না;

মানুষেরা আসছে আর যাচ্ছে,

নিরপরাধ দূরত্বে দাঁড়িয়ে দেখছে আরো কোন নিরপরাধ দৃশ্য,

বিস্ময়ে দেখছে জলের মধ্যে জেগে ওঠা আগ্নেয় দ্বীপের মৌনতা।

যদিও এটা কোন সমুদ্র নয়,

জীবনের বহমান নদীর মধ্যে জেগে উঠেছে উজ্জীবিত চর;

এই জমায়েত অত্যন্ত নিঃশব্দ, শুধু নিঃশ্বাসের ওঠা নামার শব্দ।

মুখোমুখি একদিকে সশস্ত্র পুলিশ,

অন্যদিকে প্লাকার্ড হাতে কিছু নিরস্ত্র লোক

এখানে হাওয়ারা স্থির,

এখানে কোন ছন্দময়তা নেই, এখানে কোন ছন্দপতনও নেই।

হাই ভোল্টেজ কয়েক সারি শান্ত মুখ,

পরনে বন্দীর পোষাক,

শরীরে গারদের গন্ধ,

প্লাকার্ডে লেখা তাদের কথাগুলো স্থির,

– “সমস্ত রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই”

 

 

[ অনন্ত জলশব্দে আমি – 2016 ]

 

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা