হিটলারের ঘোড়া

 

হিটলারের ঘোড়া

সমরেন্দ্র বিশ্বাস

 

উছলে ওঠা ফেনা ফেনা রোদ্দুরে

মাঝে মাঝেই ধূপধাপ শব্দ!

হিটলারের ঘোড়াটা কি এদিকেই ছুটে আসছে?

আশেপাশে কেউ নেই, সামনে কাউকেই দেখছি না!

ঘরের খেলনাপত্র, জামাকাপড়, পুতুল-টুতুল

এমন কি চাবি দেয়া ঘড়িটাকেও জাগিয়ে রাখি

যাতে সবাই দিবা নিদ্রায় ঘুমিয়ে না পড়ে

মরচে ধরা কাটারিটাকে পাতকূয়া থেকে তুলে বালিতে ঘষি;

শুনতে পাই পেনড্রাইভের মধ্যে ভরে রাখা মৃত মানুষদের

যাদের হারমোনিয়াম থেকে ফিনকিতে রক্ত বেরিয়েছিলো

দরজার চৌখাটে স্মৃতির লাল লাল ছোপ ছোপ কামিজ,

দেখি পৃথিবীর অনেক পড়শি

আবাসনের দরজায় তাদের উদ্বেগ বেচছে!

এমনই দুঃসময়ে শতাব্দীর বৃদ্ধ জিরাফগুলো

হাসতে হাসতে রাস্তা দিয়ে হারিয়ে যায়,

জেব্রার হাসির মধ্যে কারা চীৎকার করে ওঠে – জাগতে রহো!

হিটলারের ঘোড়াটা কি এদিকেই ছুটে আসছে?

সামনে তো কাউকেই দেখছি না!

ফেনা ফেনা রোদ্দুরের ভেতরে গ্যাস চেম্বারের ধোঁয়া,

সমস্ত দুপুর জুড়ে নাৎসী ষড়যন্ত্রের ধূপ ধাপ শব্দ!

 

[23/12/2020 / R1]

আরাত্রিক / ARATRIK – Book Fair Issue 2021

Comments

  1. হিটলারের ঘোড়ার শব্দ তোমার মত কবি শুনতে পায় !!! অনবদ্য!! খুব খুব ভাল লাগল !!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা