প্রতিদিন জন্মদিন
প্রতিদিন
জন্মদিন
# সমরেন্দ্র বিশ্বাস
আমাদের
সবটাই আলো,
কিছু কিছু অন্ধকার
আমাদের
সবটাই দৃষ্টি,
কিছু কিছু অন্ধত্ব
রক্তে
আমাদের স্বাধীনতা,
তবু আজন্ম অধীন
- এভাবেই বেঁচে আছি।
মৃত্যু
ওৎ পেতে আছে?
নাকি
প্রতিদিনই বাঁচতে বাঁচতে মরে যাচ্ছি আমরা?
সেসব
মৃত্যুভয় দুপায়ে দুমড়ে,
সবটুকু আলোর জন্যে
সর্বস্ব স্বাধীনতার জন্যে
আমাদের
রোজ রোজ ভিন্নতর জন্ম নিতে হয়।
প্রতিদিন
আমাদের জন্মদিন,
তা
না হলে প্রতিদিন শুধু মৃত্যুদিন!
তাই, মৃত্যুকে
অপেক্ষায় বসিয়ে
সোনালী
মোমের ছুরিতে কেক কাটা কবে ভুলে গেছি;
ক্যালেন্ডারের
কোনো বিশেষ তারিখে
আমার
নামের পাশে আজ আর কোনো
সবিশেষ
জন্মদিন নেই।
=================== © biswas.samarendra@hotmail.com
Very
Old Poem / প্লাবন – April 2021

Comments
Post a Comment