বর্বর পুরুষ
বর্বর পুরুষ
সমরেন্দ্র বিশ্বাস
নারীর পোষাক রুকস্যাকে চুরি করে
আদিম নগ্নতাকে ছিঁড়েখুঁড়ে
ফিরে গেছে মধ্যযুগীয় কোনো বর্বর পুরুষ!
অহল্যা ইরাণী,
পর পুরুষেরে বিনাদ্রোহে
কেন দিলে যাবতীয়
অন্তর্বাস,
তোমার কুন্তল সজ্জা ?
অহল্যা ইরাণী, এ তুমি কেমন রমণী?
#
পরবাসে সবার অজান্তে
আয়নায় মুখ
নিজেকেই নিজে প্রশ্ন করি
আমিই কি সেই ছদ্মবেশী লোক?
অহল্যা ইরাণী,
আমিই কি আত্মগোপনকারী
মধ্যযুগীয় সেই
বর্বর পুরুষ?
চাতক ?
R-1 / শারদীয়া শব্দসাঁকো- 1427 ( 2020)
Comments
Post a Comment