শিকড়-বাকড়ে টান লাগিছে

 

শিকড়-বাকড়ে টান লাগিছে

সমরেন্দ্র বিশ্বাস

#

উলু দে লো লেদুর মা

বঙ্কার বউ শঙ্খ ফুঁয়া

শিকড়-বাকড়ে টান্লাগিছে

#

শোনস্না ওই

ভূমির গভীর থিকা রে

মিড় মিড় গান উইঠ্যা আয়

সীতা কি পাতাল যায়? না না

ভালো কইর্যা দ্যাখ লো চাইয়া

মাটির শরীর চিইর্যা উইঠ্যা আসে

#             পাতালের সীতা!

মাইন্ষের হাতে

অশ্বমেধের ঘোড়া ফান্দে পইড়্যা ছটফটায়

#

উলু দে লো লেদুর মা

বঙ্কার বউ শঙ্খ ফুঁয়া

শিকড়-বাকড়ে টান্লাগিছে

 

 

[ তবু স্পন্দমান পথ]

© biswas.samarendra@hotmail.com

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা