পৃথিবীতেও ব্ল্যাকহোল আছড়ে পড়ে

 পৃথিবীতেও ব্ল্যাকহোল আছড়ে পড়ে

#

সমরেন্দ্র বিশ্বাস

##

ডাইনে হাহাকার, বায়ে মেধাহীন ভয়

সামনে দৃষ্টি মেলে বোবা দিগন্তে কুয়াশারা ছলাৎ ছলাৎ

চরাচর জুড়ে ধেয়ে আসে অনন্ত জিজ্ঞাসা!

দূরে নীহারিকা জ্যোতিষ্মান ডেকে নেয় চলমান লাভা,

পৃথিবীকে গিলে খাবার আগে মহাবিশ্বে ঝড় ওঠে।

অভিকর্ষীয় আবেগেরা নীলাভ শাড়ীর ভাজে কাঁদে 

– ‘হে মোর মানবী, কেন তোমারে চিনিল না কেউ?’

#

অরপা নদীর জল কেন বেঁকে গেলো জাহান্নামের দিকে?

বরফ আর আগুনের নির্মাণ-কৌশল নিয়ে

কেন ভুল পথে চলে গেল তোমাদেরই স্পর্ধিত সন্তান?

#

ধ্বংসকালীন প্রচন্ড গর্জনে

সামনেই ছুটে আসছে ব্ল্যাকহোল -

ঘুম ভাঙ্গা বিপন্নতা, ধ্বংসের ছাই উড়ছে বেতারে - পূর্বাভাসে!

ক্ষীণস্বরে বাবা ডাকছে – ‘আয়, ফিরে আয়!’

আক্রান্ত পৃথিবীর বুকে দূর থেকে ছুটে আসছে গতি ও ভর

- ‘তোরা নিপাত যা! হে ফান্টুস মহাজীবন, তোদের থোবরায় বিস্ফোরণ ...’

প্রচন্ড গর্জনে ব্ল্যাকহোল হেঁকে যাচ্ছে, –

‘জেনে রাখ বিপন্ন-পৃথিবীর কোন অস্ত্বিত্বই নেই আজ!’

#

ঘরে ফিরে তবু আমি ইতিহাস-বই পড়ি,

বাবার চায়ের কাপ ছলকে মেঝেতে পড়ে থাকে দুফোঁটা তরল উষ্ণতা ...

 

 

 

 

[ Published -  MATRIBHASHA, Bilaspur. 2018 issue ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!