ক্রীতদাস
ক্রীতদাস
সমরেন্দ্র
বিশ্বাস
মুখে রক্ত মেখে
অসহায় যে মানুষ
বালুতে পড়ে থাকে
তার কোন ইতিহাস নেই।
আজকে যাকে ফুটপাথে
পড়ে থাকতে দেখেছি
তাকেই দেখেছিলাম দুশো
বছর আগের শীর্ণ মন্বন্তরে
কিংবা হাজার বছর আগে –
এমনই রক্তাক্ত – রোমের এরিণায়!
#
রক্তাক্ত বিপন্নতার
কোন ইতিহাস থাকে না,
ক্রীতদাসদের সাল
তামামির কোন ক্যলেন্ডার নেই!
# # #
[ মধ্যবলয় – এপ্রিল ২০১৮ ]
Comments
Post a Comment