ভাইরাস

 

ভাইরাস

সমরেন্দ্র বিশ্বাস

#

গাছপালার খড়খড়ি হাওয়ায় দুলছে,

বৃষ্টিঝরা রাতে

কাঁপা কাঁপা আলোর ঝাঁঝরিতে

কিছু কিছু স্মৃতি নিমেষেই হয়ে যাচ্ছে চোরা গোপ্তা ভাইরাস!

আমাকে খেও না তুমি

তার চেয়ে ভালো, ভাইরাস, তুমি স্মৃতিগুলো চেটে পুটে খাও!

আমার ভেতরে বৃষ্টি, বাইরে বৃষ্টির ছাট

জ্বরগ্রস্ত রাতে বসে আছি স্মৃতির চেয়ারে

আলো অন্ধকার যবুথবু বারান্দায়

অদৃশ্য হাওয়ায় ভাইরাস কেন তুমি ভেসে ভেসে আসো?

মিলির শরীর আর স্তন ছুঁয়ে

বহু যুগের ওপার থেকে আজও ভেসে আসে

অজানা ভাইরাস, সেন্টের অ্যানাস্থেসিয়া,

সম্ভবতঃ লুই পাস্তুর কিংবা ইভান এরই নাম দিয়েছিলো সংক্রামক ‘মিলি’!

সানুনয় অনুরোধ

ভাইরাস, আমাকে খেও না তুমি

বরং আমাদের স্মৃতিগুলো খাও!

 

 

[ প্রকাশিতআত্মজাঅক্টোবর২০১৮ ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

খুঁজছি / সমরেন্দ্র বিশ্বাস