অসুখ জন্ম

 

অসুখ জন্ম

  

সমরেন্দ্র বিশ্বাস

  

চার পাশে অসুখ জন্ম লেপ্টে আছে ঘড়ির কাঁটায়

এতো রোগশোক নিয়ে চলতে চলতে সময় থেমে থেমে যায়

তবুও কোনক্রমে শতাব্দীর ছিন্নমস্তা ঘড়ি চলে অবিরাম,

অ্যান্টিবায়োটিক খায়, অক্সিজেন শুঁকে হেটে যায় ঘর-গৃহস্থালী

অসুখ জন্মের উপরে সার্চলাইট গুড়ো গুড়ো আলো ফেলে

ফুৎকারে, ভুল-ঋতুচক্রে অপমান নিভে নিভে যায়!

মাননীয় সময়ের বিশপেরা সান্ত্বনার রামধনু বিছিয়ে

ঢেকে দিয়ে যায় দেহ-ঝরা বসন্তের ছোট ছোট পাতা।

ঘড়ির অ্যালার্ম বেজে চলে আর্তস্বরে-

হাসপাতালের নরম নার্সটি বিভ্রান্তিতে ভুলে যায় থার্মোমিটার পড়া,

এরই মাঝে ঘড়ির কাঁটায় ঘুরে ঘুরে ম্লান হয়ে যায়

আরোগ্যহীন অসুখ জন্মের রুগ্ন যত ইতিকথা!

 

 

[ Published ‘Takmina’ – Sharadiya-2019  & Revised afterward on 3/1/2020 ]

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা