বান্ধবীর অকাল মৃত্যুতে
বান্ধবীর
অকাল মৃত্যুতে
সমরেন্দ্র
বিশ্বাস
শিরস্ত্রাণ
নিয়ে তুমি যুদ্ধে চলে গেলে
কেউ
যেন বলে গেলো , ‘ যাই ’!
একাকী
অরণ্যে দাঁত নিয়ে থাবা নিয়ে
সেই
রাতে জেগেছিল খর অন্ধকার ।
#
নগরে
বন্দরে ঝড়ে ঝড়ে বেসামাল নিশানের ফলা ,
রক্তস্রোতে
ভেসেছিল এই দিনকাল ,
শ্রেণীদ্বন্দ্ব
ঘিরে ছিল সমূহ সময় ।
ইত্যাকার
দ্বন্দ্ব সব ঘুচে গেলে , ঠিক ছিলো ,
প্রকৃতির
বিপরীতে জোরদার সমবেত হব মুখোমুখি ।
#
অথচ
তখনি
তোমার
বিকল ঘড়ি জুড়ে ওৎ পেতে বসেছিল যুদ্ধের আহ্বান ,
দুর্বিনীত
ধনুকের ছিলা ছুঁয়ে
সাহসী
তীরের মতো ক্ষেপণের অপেক্ষায় তোমার শরীর ।
#
প্রকৃতির
সাথে যুদ্ধে
তোমাকেই
তাই চলে যেতে হলো একা একা –
বড়
অসময়ে ।
[ কাব্যগ্রন্থ – “তবু স্পন্দমান পথ” / ১৯৮৬ ]
Comments
Post a Comment