স্মৃতির দশক

 

স্মৃতির দশক

সমরেন্দ্র বিশ্বাস

# # #

সংযুক্তার ঠোঁট আর বন্দুকের নল থেকে

যে চুম্বনের শব্দ গড়িয়ে পড়েছিলো

সেসব কম্পন অতীতের নদী হয়ে

সাগরে মিলেছে কত কাল আগে।

তাই আকাশ থেকে বৃষ্টি ঝরলে

মনে পড়ে নদীর ধোঁয়াটে স্রোত

বিদ্যুতের শব্দে অশ্বখুর, সুপ্ত অগ্নিবাণ

দেখতে পাই বৃষ্টির আবছায়ায় বাজছে সংযুক্তার সেতার ।

এমনি ভাবে মৃত নদী, একটা মেঘলা আকাশ

আর স্মৃতির জঙ্গল ফুঁড়ে বেরিয়ে বেরিয়ে আসে

আহত জলস্রোত, রক্তের নদী, স্মৃতির দশক!

[২১-০৬-২০১৮]

 

Published / Kolkata Shabda Harin, Kolkata -95.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!